পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা
প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ০১:৫৩ পূর্বাহ্ন | সারাদেশ

সুনান বিন মাহাবুব (পটুয়াখালী) : পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাইফুল ইসলামকে সভাপতি ও তানভীর হাসান আরিফকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এক বছরের জন্য ঘোষিত এ কমিটির সদস্য সংখ্যা ৫৭ জন। এছাড়াও কমিটিতে ৩৯ জনকে সহ-সভাপতি, নয়জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, সাতজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।